
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বড় কোম্পানিতে চাকরির সুযোগ পেয়েই বিদেশে পাড়ি দিয়েছিলেন। বছরে মোটা অঙ্কের বেতনও পেতেন। কিন্তু সম্প্রতি হারিয়েছেন চাকরি। পেট চালাতে শেষমেশ গাড়ি চালাচ্ছেন আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী। ভারতীয় বিজ্ঞানীর এমন পরিণতির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা, কমেডিয়ান বীর দাস। যেটি মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
বীর দাস লিখেছেন, সান জোসের বিমানবন্দর থেকে ব্ল্যাক লেনের এক ড্রাইভার তাঁকে তুলে নিয়ে যান। কিছুদূর যাওয়ার পরেই বুঝতে পারেন, ড্রাইভার ভাল গাড়ি চালাতে পারেন না। তখনই তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। ভারতীয় জেনে হিন্দিতেই কথা বলেন দু'জনে। দেশের কথা বলতে বলতে বীর গাড়িচালকের বিষয়ে আরও অনেক কিছু জানতে চান।
পথেই বীর দাসকে গাড়িচালক বলেন, তিনি একজন বিজ্ঞানী। আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী। পিএইচডি করেছেন। আমেরিকায় চাকরি করতে এসেছিলেন। একবছর আগে চাকরি খুইয়েছেন। এরপর পেটের দায়ে গাড়ি চালাচ্ছেন। চাকরি না পাওয়ায় গাড়ি চালানোই তাঁর পেশা। বিদেশে বিশ্রামের সুযোগ নেই। বড় কঠিন জীবনযাপন।
বীর দাস লিখেছেন, জীবনের গল্প বলতে বলতে দু'জনেই বন্ধু হয়ে গেছেন। কিন্তু আর কখনও তাঁদের দেখা হবে না। ভারতীয় বিজ্ঞানীর এমন পরিণতির কথায় চোখে জল নেটিজেনদের। কেউ কেউ জানিয়েছেন, কোনও পেশাই ছোট নয়। কিন্তু মেধাবী পড়ুয়ার এমন পরিণতি সত্যিই দুঃখজনক। কেউ আবার লিখেছেন, ভারতে ফিরলেও কাজের সুযোগ কম। এরচেয়ে বিদেশে গাড়ি চালানো অনেক ভাল।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা